
তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের ফতুল্লায় সেচ্ছাসেবক দলের একটি দলীয় কার্যালয়ে সশস্ত্র হামলার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে একজনকে গ্রেফতার করেছে র্যাব-১১। র্যাব-১১ এর গোয়েন্দা তথ্য এবং বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সংবাদের সূত্রে জানা যায়, গত ২৪ জানুয়ারি ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে ফতুল্লার সেচ্ছাসেবক দলের নেতা শাহীন মোহাম্মদ সুজনের দলীয় কার্যালয়ে কতিপয় সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এ সময় তারা অফিস কক্ষসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।
হামলার সময় দলীয় কর্মী রাসেলসহ উপস্থিত অন্যান্যরা বাধা দিতে গেলে সন্ত্রাসীরা সবাইকে এলোপাতাড়ি মারধর করে। এতে একাধিক নেতা-কর্মী শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফোলা জখম হন। পরে নেতা-কর্মীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটায় এবং আগ্নেয়াস্ত্র দিয়ে ফায়ার করে এলাকায় ত্রাস সৃষ্টি করে।
ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় সেচ্ছাসেবক দলের নেতা শাহীন মোহাম্মদ সুজন বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ২৫ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখ দুপুর ২টা ৩০ মিনিটে ফতুল্লা থানাধীন লামাপাড়া দরগাবাড়ী মসজিদ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে চাঞ্চল্যকর এই ঘটনার সাথে সরাসরি জড়িত বাপ্পি (২২), পিতা- মোঃ ইব্রাহিম হোসেন, সাং- লামাপাড়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।