1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১,৭০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কুতুববাগ দরবার শরীফের বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো কর্মী সম্মেলন র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে রূপগঞ্জ থেকে ৬৫০০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ দুই সহোদর গ্রেফতার নারায়ণগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারায়ণগঞ্জ-৩ আসনে হেভিওয়েট প্রার্থীদের কঠিন লড়াই, জমে উঠছে নির্বাচনী মাঠ খালের জায়গা ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ সোনারগাঁয়ে ফেক ফেসবুক আইডির মাধ্যমে হয়রানির অভিযোগে থানায় অভিযোগ ব্যাটারিচালিত অটোরিকশা ড্রাইভারদের রোড সেফটি প্রশিক্ষণের আওতায় আনার দাবি নারায়ণগঞ্জে মাদক ও দেশীয় অস্ত্রসহ ‘ফাইটার মনির’ গ্রেপ্তার রূপগঞ্জে ডিআইজি’র ভাতিজা পরিচয়ে সাংবাদিককে দেখে নেয়ার হুমকি

রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, শীর্ষ সন্ত্রাসী শফিক রাজধানীতে অস্ত্রসহ গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৪১৫ বার পড়া হয়েছে
২৫

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে গুলির ঘটনায় জড়িত চিহ্নিত সন্ত্রাসী শফিকুল ইসলাম শফিক (৩৬)-কে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার”—এই স্লোগান নিয়ে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র ও মাদক দমনসহ আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

প্রাথমিক অনুসন্ধান ও গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর (শনিবার) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় চাঁদা না দেওয়ায় লোকমান হোসেন (৩০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে সন্ত্রাসীরা।

গুলিবিদ্ধ লোকমান কর্ণগোপ এলাকায় খাবারের হোটেল ব্যবসা করেন। কিছুদিন আগে শফিকুল ইসলাম শফিক ও তার লোকজন তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেয়।

বাধ্য হয়ে তিনি ১ লাখ টাকা দেন। পরে ১৮ অক্টোবর দুপুরে বাকি ৪ লাখ টাকা দাবি করতে শফিক ও তার সহযোগীরা মোটরসাইকেলে এসে ভুক্তভোগীর দোকানে হামলা চালায়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা লোকমানকে লক্ষ্য করে গুলি চালায়।
একটি গুলি তার ডান পায়ে লাগে। পরে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পর র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১, সিপিএসসি’র একটি আভিযানিক দল ৩০ অক্টোবর ভোর ৪টা ২০ মিনিটে ঢাকার সবুজবাগ থানাধীন মাদারটেক এলাকায় অভিযান চালিয়ে শফিককে গ্রেফতার করে।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত শফিকুল ইসলাম শফিকের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অন্তত ৬টি মামলা রয়েছে।তিনি ফাইজুল ইসলাম ও সুফিয়া বেগমের ছেলে। স্থায়ী ঠিকানা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকা। বর্তমানে তিনি ঢাকার সবুজবাগের ২১/১ উত্তর মাদারটেক এলাকায় ভাড়া থাকতেন।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সবুজবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট