
তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ
রাজধানীর নিউমার্কেট এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে। শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে একাধিক অস্ত্র গুদাম চিহ্নিত করে সেখান থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র জব্দ করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা অস্ত্রের সংখ্যা ও প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব অস্ত্র দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে অবৈধ অস্ত্র ব্যবসার জন্য নিউমার্কেট এলাকার গুদামগুলোতে মজুত রাখা হয়েছিল।
সেনাবাহিনীর মুখপাত্র বলেন, “অবৈধ অস্ত্র দমন ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এই ধরনের অভিযান দেশের নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা ও নিয়মিত অভিযানের মাধ্যমে অবৈধ অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে ইতিবাচক অগ্রগতি হচ্ছে। নিউমার্কেট এলাকায় এই অভিযান সেনাবাহিনীর প্রতিশ্রুতি ও দেশের স্থিতিশীলতা রক্ষায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বর্তমানে উদ্ধারকৃত অস্ত্রের উৎস ও সংশ্লিষ্ট চক্রকে চিহ্নিত করতে বিস্তারিত তদন্ত চলছে।