
তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের গজারিয়ার নিউ হোপ এগ্রোটেক প্রাইভেট লিমিটেডের আয়োজনে “ডিলারশিপদের ক্ষমতায়ন” বিষয়ক কর্মশালা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকালে সোনারগাঁ রয়েল রিসোর্টে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন কোম্পানির নির্বাহী পরিচালক মিস্টার ইউলিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অঞ্চলের নিউ হোপ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মিস্টার হে লোয়াইণসুই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির জলজ খাদ্য বিক্রয় পরিচালক মিস্টার অ্যাম্ডি পেং ও এইচআর অ্যাডমিন মিস্টার সু হংচুয়ান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন নিউ হোপের ম্যানেজার আজহারুল ইসলাম।
এসময় বিভিন্ন জেলা ও উপজেলার ডিলারগণসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে মুন্সিগঞ্জের গজারিয়ার বাউসিয়ায় অবস্থিত নিউ হোপ এগ্রোটেকের কার্যক্রম নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বক্তারা।