সোনারগাঁয়ে ডাব পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের দায়ের কোপে ওমর ফারুক খোকা নামে এক যুবক নিহত
প্রতিনিধির নাম :
প্রকাশিত:
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
৩৩৮
বার পড়া হয়েছে
সোনারগাঁয়ে ডাব পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের দায়ের কোপে ওমর ফারুক খোকা নামে এক যুবক নিহত
তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাব পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের দায়ের কোপে ওমর ফারুক খোকা (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজের পর উপজেলার মোগরাপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক মোগরাপাড়ার আলাপদী গ্রামের মৃত জাহের আলী মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজেদের গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে ভাইদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই আক্তার হোসেন হাতে থাকা দা দিয়ে ছোট ভাই ওমর ফারুক খোকাকে কোপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সানোয়ার জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে...
৩০
তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাব পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের দায়ের কোপে ওমর ফারুক খোকা (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজের পর উপজেলার মোগরাপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক মোগরাপাড়ার আলাপদী গ্রামের মৃত জাহের আলী মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজেদের গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে ভাইদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই আক্তার হোসেন হাতে থাকা দা দিয়ে ছোট ভাই ওমর ফারুক খোকাকে কোপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সানোয়ার জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ডাব পাড়াকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত আক্তার হোসেন পলাতক রয়েছে, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।