তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ এর অভিযানে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ শামসুল আলম (৪০)। তাকে মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) বিকাল আনুমানিক ৬টা ০০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি এলাকা থেকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ এর উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক জনাব মোঃ এনামুল হকের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে আসামীর হেফাজত থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায়...
৪৯
তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধি:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ এর অভিযানে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ শামসুল আলম (৪০)। তাকে মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) বিকাল আনুমানিক ৬টা ০০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি এলাকা থেকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ এর উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক জনাব মোঃ এনামুল হকের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে আসামীর হেফাজত থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।